মোঃ সুমুন প্রামানিক,কাহালু(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে গলায় ফাঁস লাগানো স্ত্রীর লাশ ঘরে রেখে পালানোর সময় স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার নুনগোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মারা যাওয়া গৃহবধুর নাম সানজিদা আক্তার। তিনি কাহালুর পিরাপাট ফকিরপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী জানান, বৃহস্পতিবার স্বামী-স্ত্রী মিলে ৫০ হাজার টাকার লোন তোলেন। রাতে দুজনের মধ্যে ঝগড়াও হয়েছে এবং দুজন একই ঘরে ছিলেন। রাতে গৃহবধুকে হত্যা করা হয়েছে না তিনি নিজেই আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনা। নিজ শয়ন কক্ষে গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো সানজিদার লাশ রেখে স্বামী ও শাশুড়ী পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার কারণে অনেকের সন্দেহ সানজিদাকে হত্যা করা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় গৃহবধু সানজিদা গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা অথবা তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে জুয়েলকে নুনগোলা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।