কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলায় ইসমাইল হোসেন (৪৮) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে সাতটার দিকে কাহালু পৌরসভার দলগাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। ইসমাইল কাহালু পৌরসভার উলট্ট এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ইসমাইল গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলো। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আর তার ইজিবাইক প্রায় তিন কিলোমিটার দূরে একটি ঈদগাহ মাঠে পড়ে ছিল।
ওসি মাহামুদ হাসান বলেন, ইসমাইলের গলার বাম পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। এ ছাড়া অন্য কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। মোবাইল, টাকাপয়সা সব নিহতের কাছেই পাওয়া গেছে।
ওসি আরও বলেন, ইসমাইলের স্বজনেরা জানিয়েছেন যে তার সঙ্গে কারও মনোমালিন্য ছিল না। আবার দুর্বৃত্তরা ইজিকবাইকটিও নিয়ে যায়নি। সেহেতু হত্যাকাণ্ডের কারণ এই মুহুর্তে অনুমান করা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আশা করছি খুব দ্রুত এর রহস্য উদঘাটন সম্ভব হবে।