বগুড়ায় বিবিজি মেন্যু কার্ড বইয়ের মোড়ক উন্মোচন
মোঃ জহুরুল ইসলাম সৈকত, ভ্রাম্যমাণ প্রতিনিধি বগুড়াঃ
বগুড়ার স্বনামধন্য উদ্যোক্তা প্লাটফর্ম বগুড়া বিজনেস গ্রুপ (বিবিজি) কর্তৃক প্রকাশিত বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের প্রোফাইল সমৃদ্ধ “বিবিজি মেন্যু কার্ড” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের একটি মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিবিজি’র সাধারণ সম্পাদক মো: সম্রাট আলীর পরিচালনায় এবং বিবিজি’র সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজনেস গ্রুপের প্রধান উপদেষ্টা,রুপকথা হোমসের এমডি এবং বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারীজ মার্চেন্ট এসোসিয়েশন(বামমা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব রাজেদুর রহমান রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপোলো পাওয়ার লিংক, বগুড়া-এর এমডি জনাব প্রিন্স মাহবুব সাঈদী। এছাড়াও উপস্থিত ছিলেন বিবিজি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উদ্যোক্তাগণ।
উল্লেখ্য যে, এ মেন্যু কার্ড নামক বইটিতে প্রায় ২শতাধিক উদ্যোক্তার পণ্য,নাম,ঠিকানা,পেইজের নাম,এবং পণ্যের ছবিসহ একটি করে প্রোফাইল দেওয়া হয়েছে। যেখান থেকে একজন ক্রেতা খুব সহজেই তার কাংখিত পণ্যের খোঁজ পাবেন এবং প্রয়োজন অনুযায়ী ক্রয়-বিক্রয় করতে পারবেন। এ বইটির ২য় সংস্করণ খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Leave a Reply