বগুড়ার নবাববাড়ি সড়কে রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্ট পচা মুরগি মাংস বিক্রয়ের উদ্দেশ্য প্রক্রিয়াজাত করার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য অফিসার মো রাসেল যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টর একজন কর্মচারী পার্শ্ববর্তী ফতেহআলি বাজারে মুরগির মাংম কাটাতে নিয়ে গেলে স্থানিয় লোকজন পঁচা গন্ধযুক্ত মাংস দেখে আটক করে। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সদর থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থল পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়া যায়। ৩০ কেজি পচা ও গন্ধযুক্ত মুরগির মাংস হোটেল কর্তৃপক্ষের ফ্রিজে সংরক্ষিত ছিল।
তিনি আরও জানান, রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক চয়ন কুমার পাল অপরাধ স্বীকার করায় এবং পঁচা, গন্ধযুক্ত মাংস বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ লাখ জরিমানা আদায় করা হয়েছে। এবং হোটেলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে সদর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।