স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সাংবাদিককে ধারালো অস্ত্র নিয়ে হুমকির ঘটনায় সাংবাদিক নামধারী শান্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল হোসাইন সনি।
২৮ শে সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২টায় এ ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করেন, বগুড়া সদর থানার আরজুর ছেলে রাকিবুল হাসান শান্ত। ২৮ সেপ্টেম্বর বিকাল ২টায় তাহার মোবাইল ০১৭৩৯-৬৮৫০৯৯ থেকে আমার মোবাইল নং ০১৭৯৬-১৩০০৬৬ তে ফোন করে আমাকে বলে তুমি কই।
উক্ত বিবাদীর কথামতে আমি তাহাকে বলি আমার বাসা সেউজগাড়ীতে আছি। উক্ত তারিখে বেলা অনুমান ০২.৩০ ঘটিকার সময় বিবাদী আমার বাসার ভিতরে প্রবেশ করে আমার নিজ রুমে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালাগালিজ করিতে থাকে।
তখন আমি গালাগালিজ করিতে নিষেধ করিলে বিবাদীর প্যান্টের পকেট হইতে দেশীয় অস্ত্র বের করে আমাকে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তখন আমি ডাক চিৎকার করিলে স্বাক্ষী ১। মোঃ শমসের আলী। ৬০) পিতা-অজ্ঞাত, ২। মোঃ এমরান আলী। ৩০) পিতা-মোঃ শমসের আলী, উভয়ের সাংঃ সেউজগাড়ী সন্দুর বন কুরিয়ার সার্ভিস সংলগ্ন , থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া সহ আমার বাসার আশে পাশের অনেকেই আগাইয়া আসিলে বিবাদী আমার বাসা হইতে দৌড়াইয়া পালাইয়া যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।