বগুড়া জেলা প্রতিনিধিঃ
পবিত্র কুরবানী ঈদে অনেকেই তাদের সার্ধ্যমতে কুরবানী দিয়েছেন। কিন্তু আমাদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিত পথশিশু ও ছিন্নমূল ভাসমান মানুষদের খবর কি কেউ রাখেন? ঈদে হতভাগা পথশিশু ও ছিন্নমূল শিশুরা কী খেলো না খেলো, কোথায় রাত কাটলো? কীভাবে কাটলো একটি কোরবানি? এমন ভাবনা নিয়েই প্রতি বছরের ন্যায় বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে ১ বেলা পেটপুরে গোশত ভাত খাওয়া ও সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ ও মধ্যহ্নভোজের আয়োজন করা হয়েছে। "তারা চাইতে আসবে কেন? আমরাই তাদের দাওয়াত দিয়ে ডেকে আনবো"৷ এই শ্লোগান কে সামনে রেখে মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু'র সভাপিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান এর সঞ্চালনায় মঙ্গলবার দুপুর ২টায়, মহাস্থান ইকরা মডেল কিন্ডারগার্টেন (কেজি) স্কুল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন, মহাস্থান কেন্দ্রীক আশ্রয়রত প্লাস্টিকের বোতল কুড়ানো পথশিশু, মহাস্থান বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি এতিম- অনাথ ও মহাস্থান হযরত শাহ সুলতানের মাজারে থাকা ছিন্নমূল ভাসমান শতাধিক মানুষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, তিনি বলেন, ঈদ পরবর্তী আনন্দে মহাস্থান প্রেসক্লাবের ছিন্নমূল পথশিশু ও বয়োবৃদ্ধ মানুষদের নিয়ে যে গোশত ভাত খাওয়ার আয়োজন করা হয়েছে এটি সত্যি একটি
প্রশংসার দাবী রাখে। আসলে এদেরকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। পথশিশুদের সুন্দর জীবন নিশ্চয়তা দিতে সকল সচেতন মহলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কেননা পথশিশুদেরও অধিকার আছে সুন্দর-স্বাভাবিক জীবন যাপন করে বাঁচে থাকার। গোশত, ভাত, ডাল, দই পেট ভরে খাবার পেয়ে অনেকের কাছে ঈদের আনন্দই মনে হচ্ছিল। মহাস্থান প্রেসক্লাবের বরাবরের এ অনুষ্ঠানে আসতে পেরে অনেকেই প্রেসক্লাবের নেতৃবৃন্দদের জন্য দোয়া করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহাস্থান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এস আই সুমন, প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সদস্য আব্দুল বাছেত। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান মিন্টু খান, বাংলার চোখ বগুড়া জেলা প্রতিনিধি ফজলুল হক, মাষ্টার শাহাব উদ্দিন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম রব্বানী পুটু, শাহ আলম, সমাজ সেবক ইন্না মিয়া, মোকামতলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মুঞ্জু।
মহাস্থান প্রেস ক্লাবের সহ সভাপতি তাহেরা জামান লিপি, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক কেএম আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাফায়াত সজল, তথ্য ও সাহিত্য সম্পাদক মুনসুর রহমান আকাশ, নির্বাহী সদস্য আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, রহেদুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুর রহিম, শাকিকুল ইসলাম শাকিল প্রমূখ।