বগুড়ার কাহালুতে দু’টি লাচ্ছা- সেমাই তৈরি কারাখানাকে ৮০ হাজার টাকা জরিমানা
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা-সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৯ এপ্রিল ২৩ইং) দুপুর ১২টায় বগুড়া জেলার কাহালু উপজেলার শেখাহার ও কাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরি, একই তৈল বারবার ব্যবহার ও লাচ্ছা সংরক্ষণে খবরের কাগজ ব্যবহারের দায়ে ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানাকে ৫০ হাজার এবং নাইম রিমন লাচ্ছা সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী জানান পুরো রমজান মাসেই জনস্বার্থে এ অভিযান চলমান আছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেছেন।
Leave a Reply