মো:ওসমান গনি, শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সেনা সদস্যের ক্যাপ্টেন আজিজুল হক অনিক।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো বলেন,যারা সরকারি সম্পদ ও জনগণের যানমাল লুটপাট করবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান,সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল করিম, জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, ছাত্র সমাজের সাব্বির, ছাত্র শিবির সোহান ইসলাম সোহান, বুলবুল ইসলাম, শিক্ষার্থী সাব্বির হোসেন, সোহেল রানা প্রমুখ।
প্রসঙ্গতঃ প্রশাসনের প্রতি আস্থা ফিরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দলের রাজনীতিবিদ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।