প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩, ৪:১৭ পি.এম
বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
" অসমতার বিরুদ্ধে লড়াই করি এক সাথে দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সমানে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যলয় চত্বর হতে র্যালি বের হয়ে মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সভাকক্ষের সামনে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ খান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে পরিষদ চত্বরে ভূমিকম্প, অগ্নিকান্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া প্রদর্শন করেন শিবগঞ্জ ফায়ার ডিফেন্স ইউনিট।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.