শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে আইআরডিপি-৩ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের অংশ হিসাবে উপজেলার ঘাগুর দোয়ার মোস্তার বাড়ি হতে ঈদ গাহ মাঠের রাস্তা ও সচিয়ানী নতুন পাড়া ভায়া সচিয়ানী পূর্বপাড়া সমিতি ঘর রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে পৃথক ২টি গ্রামীণ রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন ৩৭ বগুড়া শিবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। পরে তিনি সচিয়ান বাজারে এলাকায় এক সুধী সমাবেশে যোগ দেন ।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার গ্রাম আমার শহর। বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তর করার জন্য কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে গ্রামীণ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে। এ উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়তে আগামী নির্বাচনে পুনরায় আমাকে নির্বাচন করবেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মোত্তালিব, কাউন্সিলর আবুল কালাম আজাদ, ইউপি সদন্য ইসরাফিল, জাপা নেতা ফজলুল বারী প্রমুখ।
Leave a Reply