প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৩, ১০:৪০ এ.এম
বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি এবং পুরস্কার বিতরণ
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ জুলাই ২৩ইং) সকাল ১১টায় উপজেলার হাফিজুর রহমান অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা তাসনিমুজ্জামান ও মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর প্রমুখ বক্তব্য রাখেন।আলোচনা শেষে ২০২৩ সালে উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য মৎস্য চাষি মোঃ রবিউল ইসলাম, সাইফুল ইসলাম সহ ৬ জন মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.