মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ ”জন্ম-মৃত্যু নিবন্ধন করি” “নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ই অক্টোবর) সকাল উপজেলা প্রশাসন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। তিনি বলেন, জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন। তাই একটি শিশু জম্ম নেওয়ার পর ৪৫ দিনের মধ্যে জম্ম নিবন্ধন করে দিলে বিনা খরচে করা যায়।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, সহকারি প্রোগ্রামার মাহফুজার রহমান, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সবুজ, শহিদুল ইসলাম শহিদ,ইউপি সচিব মোঃ শোয়েব সুমন,হেলাল উদ্দিন, খায়রুল আনাম, এস আই রাজ্জাক প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গ্রাম পুলিশ সহ অন্যান্য শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন।
Leave a Reply