মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে পূর্ণগঠনের মাধ্যমে কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এমদাদুল হক, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, নুজরুল হক রুবেলকে যুগ্ম আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখা।
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্যরা হলেন- শাহজাহান আলী, শেখর চন্দ্র সরকার, সাইফুল ইসলাম, গোলজার রহমান, মাহমুদুল হাসান, সাজু মিয়া, এম আর মিজান, আবুল খায়ের, বাকী বিল্লাহ, রাব্বি হাসান সুমন, উৎপল কুমার মহন্ত, মিজানুর রহমান, রুহুল আমিন ও মাসুদ রানা।
শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় শিবগঞ্জ সদরের সোনালী ক্যান্টিনে সংগঠনের বর্ধিত সভায় সাংবাদিক এমদাদুল হকের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া।
সাংবাদিক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রহমান, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, দৈনিক যায়যায়দিন পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল রানা মিঠু, অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য নিশা হাসান সুমন, শাফায়াত সজল, রসুল খন্দকার,এমদাদুল হক রনি, রাসেল মাহমুদ, আব্দুল আহাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিদিনের সংবাদের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি কনক দেব, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য সেলিম উদ্দীন, মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ শাখার সভাপতি কামরুল হাসান, বুড়িগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি তাহেরা জামান লিপি, সাংবাদিক শাকিল ইসলাম, গোলাম রব্বানী শিপন,আনিছার রহমান দুলাল, মহাস্থানগড় প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, মহসিন,ওয়াশিম, রাইসুল ইসলাম রনি।
গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত, হোসাইন সুপার সপ এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন, প্রভাষক নয়ন সরকার, প্রভাষক আশিস কুমার রায়, প্রভাষক রাজিকুল ইসলাম রনি, মাস্টার সোহাগ আহমেদ প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাব ২০০৮ সালে প্রতিষ্ঠিত। ঢাকা থেকে পরিচালিত এই সংগঠন জেলা বা উপজেলা পর্যায়ে স্বঘোষিত কমিটি বৈধ নয়। জাতীয় অনলাইন প্রেসক্লাব অন্তর্ভুক্ত শিবগঞ্জ উপজেলা শাখা। কোনো সদস্যের হলুদ সাংবাদিকতা করার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষনিক সংগঠন থেকে বহিস্কার করা হবে।
Leave a Reply