মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
শুক্রবার (১৪ জুলাই ২০২৩ ইং) দুপুর ২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাট ছালেমা খাতুন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি বগুড়া জেলা শাখার উদ্যোগে ৯২ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বড়িয়াহাট ছালেমা খাতুন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলমান ছিল।অত্র মাদ্রসার ২২৬ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রক্তদানের কার্যক্রমকে দেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে দিতে এবং সচেতনতা বৃদ্ধি করতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এই ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ আয়োজন করেন। ইতিমধ্যে আমাদের সংগঠনের ৯২ টি ক্যাম্পেইন সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,বগুড়া জেলা শাখার ব্লাড ডোনার সোসাইটির সমন্বয়ক 'পরি' রহমান,বগুড়া জেলা শাখার ব্লাড ডোনার সোসাইটির সহ-সমন্বয়ক তৌহিদ তামিউল, বগুড়া জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মামুদুল হাসান সহ অত্র সংগঠনের সকল সদস্য বৃন্দ।