শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে “তামাক নয়, খাদ্য ফলান” স্লোগানে বিশ্ব তামাক মুক্তদিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে বুধবার বেলা ১২টার দিকে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. তারক নাথ কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা জাহানারা বেগম, উপজেলা তথ্য আপা রুমানা বেগম, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, জাহিদুল ইসলাম, শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল প্রমুখ।