শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” স্লোগানে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রভাষক শিবলী আক্তার বানু, জহুরুল ইসলাম, আব্দুল হান্নান, সহকারি শিক্ষক রবিউল ইসলাম রবি প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিভিন্ন কলেজ, মাদ্রাসা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।