প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ১:১৩ পি.এম
বগুড়ার শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন আশিক ইকবাল
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল।
শনিবার (১০ই জুন ২৩ইং) বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মে মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)।
সভায় বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। এর আগেও গত ৬ মাস একাধারে জেলার শ্রেষ্ঠ ইনচার্জ মনোনীত হয়েছিলেন আশিক ইকবাল।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, 'আমি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ পুরস্কার তদন্ত কেন্দ্রে কর্মরত সকল পুলিশ সদস্যের কর্মস্পৃহা আরও বেগবান করবে বলে মনে করি।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.