বগুড়া জেলা প্রতিনিধিঃ
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে বগুড়াসহ সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন জেলা প্রতিবেদকদের পাঠানো খবর।
বগুড়া-
বগুড়ার ঐতিহাসিক সাতমাথা মুক্তমঞ্চের সামনে থেকে বৃহস্পতিবার বিকাল চারটায় একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্যরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় মুক্তমঞ্চের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আলবীর ইসলাম শাওন, সাকিব খান, মো. জাকিরুল ইসলাম, ছাব্বির আহম্মেদ রাজ, নিয়তি সরকার নিতু, নাজমুল হাসান, মুসফিকা নাবা, সেজদা প্রামানিক, আহসান হাবিব, আকিব ইসলাম, আছিয়া আক্তার প্রমুখ।
চুয়াডাঙ্গা-
দুপুরে ‘শহীদি মার্চ’ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের একমাস উপলক্ষে বের হওয়া র্যালিটি কোটমোড় দোয়েল চত্বর ঘুরে বড়বাজার শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। এসময় আন্দোলনের অন্যতম সমন্বয় রনি বিশ্বাস, তামান্না বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
শেরপুর-
সরকারি কলেজের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ বক্তব্য রাখেন।
ইসলমী বিশ্ববিদ্যালয়-
বিকেলে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মুক্ত বাংলা স্মারক ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ময়মনসিংহ-
নগরীর টাউন হল মোড় থেকে একটি শোক মিছিল শুরু হয়ে জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড় ও মিন্টু কলেজ হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, গোকূল সূত্রধর মানিক, আরিফুল হক, আব্দুল্লাহ আল মামুন নাকিব প্রমুখ বক্তব্য রাখেন।
ভোলা-
বিকেলে শহীদদের স্মরণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের কালিনার্থ রায়ের বাজার, সদর রোড, বাংলাস্কুল মোড় ও নতুন বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভোলার সমন্বয়ক ইসরাফিল হোসেন জাবির, তাহিয়াত ইসলাম, মো. মাসুম ও কামরুল নাহার এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়-
জেলার তালাইমারি মোড় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের একমাস পর ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার শিক্ষার্থী অংশ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-
বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।।