মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগান নিয়ে শুরু হয়েছে বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ) এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩।
বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৫.৩০ টায় বিবিজিএফ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশনের উপদেষ্টা ও খাজা কনফেকশনারির স্বত্বাধিকারী মোঃ বায়েজিদ শেখ।
বৃক্ষরোপণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি বায়েজিদ শেখ বলেন , বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশের যে বিরূপ পরিবর্তন হয়েছে তা থেকে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু তাই সকলকে কমপক্ষে ৩টি করে গাছ লাগিয়ে সঠিক পরিচর্যার মাধ্যমে সবুজ বনায়নে আগ্রহী হতে পরামর্শ দেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিবিজিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিবিজি’র এডমিন আব্দুর রহিম সরকার। বিবিজিএফ এর পক্ষ হতে কর্মসূচি বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানিয়ে বিবিজিএফ সভাপতি সেরা ১০জন বৃক্ষ রোপণকারীকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
এর আগে বেলা ৪.০০ ঘটিকায় বিবিজিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যদের অংশগ্রহণে মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়। প্রায় ১৫ রকমের দেশীয় ফলের সমারোহের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফল উৎসব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিজিএফ এর সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী, সিনিয়র সহ-সভাপতি আলী শাহনেওয়াজ বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক রেশমী তহমিনা, সহঃ সাধারণ সম্পাদক শারমিন সুমনা, সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন সহ বিবিজিএফ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ এর আওতায় বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বগুড়া জেলার বিভিন্ন উপজেলা সহ বিশেষ বিশেষ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ হতে জানানো হয়।
Leave a Reply