বগুড়া জেলা প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন বিজনেস প্লাটফর্ম বগুড়া বিজনেস গ্রুপ (বিবিজি)'র আয়োজনপ ক্রীড়া প্রতিযোগিতা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বগুড়া সদরের জামিলনগর এলাকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজে বিবিজি কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশু কিশোর ও বয়স্কদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিবিজির সভাপতি মোঃ আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হান্নান, সাবেক ব্যাংক কর্মকর্তা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামীম, স্বত্বাধিকারী (বধূয়া বিউটি সলিউশন, বগুড়া) ও উপদেষ্টা বিবিজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুলফিকার আনাম তুষার,সাধারণ সম্পাদক বগুড়া ফল ব্যবসায়ী সমিতি ও উপদেষ্টা বিবিজি। অ্যাডভোকেট মেঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য, বার কাউন্সিল, বগুড়া জজ কোর্ট, বগুড়া। ইমরানুর রহমান খান বিশিষ্ট উদ্যোক্তা, বগুড়া। মোঃ মানিক মিয়া, প্রভাষক, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া।
বেলা ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিয়ম আক্তার, অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বগুড়া। মোঃ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাইমারি সেকশন, মোঃ জিয়াউর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া বিজনেস গ্রুপের কার্যনির্বাহী সদস্য শারমিন সুমনা, সেলিনা মাহবুব, আফসানা, ইতি চাঁদনী লিজা, আবু তাহের আকন্দ, স্বর্নালিকা শারমিন, সামরোজ নওশীন লিথি, মেহজাবিন শবনম, নাহার মিম, ঝুমা রাণী প্রমুখ।
সবশেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পণ্য প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।