বগুড়া ব্যুরোঃ
মামলা সুত্রে জানা যায়,বগুড়ার সদরে স্কুল ছাত্রীকে অপহরণ করে এক সন্তানের জনক প্রাইভেট মাষ্টার লিটন। এব্যাপারে সোমবার (২৭ নভেম্বর) বিকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে প্রাইভেট মাস্টার সহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত প্রাইভেট মাষ্টার লিটন হাসান (৩০) সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা নয়াপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে এবং সে স্বাস্থ্য পরিবারের মাঠ পর্যায়ের একজন কর্মী।
জানা যায়, চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী (১৬) তার বাসার পাশেই লিটন দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কোচিং সেন্টারে পড়াতেন। প্রাইভেট পড়ানোর সুবাদে নানা রকম কুপস্তাব দেন লোম্পট প্রাইভেট মাস্টার লিটন। এ বিষয়ে আমার মেয়ে আমাকে জানালে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ লিটনের পিতা মান্নানের নিকট গেলে তিনি বলে আপনার মেয়েকে সাবধান রাখতে ও অপহরণ করবে বলে হুমকি প্রদান করেন। এমতাবস্থায় রবিবার (২৬ নভেম্বর) প্রতিদিনের ন্যায় স্কলের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল অনুমান ১০ টার সময় চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌছালে সোহেল রানা ও মঈনুল রহমানের সহযোগিতায় পূর্ব পরিকল্পিত ভাবে সেখান থেকে সু-কৌশলে অজ্ঞাতনামা এক সিএনজি যুগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যান প্রাইভেট মাষ্টার লিটন। সঙ্গে সঙ্গে এলাকার কিছু ব্যাক্তি সিএনজির পিছনে ধাওয়া করলে সিএনজিটিকে ধরতে পারেনা।
এরপর থেকেই লিটনের কোন সন্ধান মিলছে না।এমনকি তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এতে
একদিকে যেমন মেয়ের খোঁজে পাগল হয়ে গেছে তার বাবা-মা সহ আত্মাীয় স্বজনরা। এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লিটনের বাড়িতে সন্ধান করতে গেলে তার বাবা আঃ মান্নানবাড়ি ছেড়ে পালিয়ে যায়। লিটনের স্ত্রী সহ তিনবছরের শিশু কন্যা বাবার পথ চেয়ে বসে আছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা আবেগাপ্লুত হয়ে বলেন বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজির পড়েও মেয়েকে খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দ্বারস্ত হয়েছি।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি সাইহান ওলিউল্লাহ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply