মোঃ জহুরুল ইসলাম সৈকত,
বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন করার অপরাধে মোবাইল কোর্টে তিন মাদক সেবীর ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১৮ই আগস্ট) বিকেল ৫টায় উপজেলা প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকার শ্রী হরেন চন্দ্র প্রামানিকের ছেলে শ্রী বিশ্বনাথ প্রমানিক, আনোয়ার হোসেনের ছেলে রিমন হোসেন এবং মৃত মছির উদ্দীনের ছেলে খোকন হোসেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। অভিযান কালে তিন মাদক সেবীকে আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।
Leave a Reply