মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার নতুন যোগদানকারি পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা) বলেছেন এই জেলার প্রতিটি গ্রামে জনগনের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতে চাই। সকল পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। মাদকের সাথে কোন আপোস নেই। জেলায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের সর্বাত্মক আইন প্রয়োগ করতে হবে। তিনি ১৮ আগস্ট বুধবার বিকেল আদমদীঘি থানা পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নতুন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী আদমদীঘি থানায় প্রবেশ করলে আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
এরপর গার্ড অব অনার (সালামী) গ্রহণের পর পুলিশ সুপার থানা চত্বর এলাকা ঘুরে দেখেন। পরে থানার পুলিশ সদস্যদের সাথে আইনশৃংখলা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন। সভায় থানার আইনশৃংখলা সুদৃঢ় করতে জনগনের সহযোগীতায় মাদক বিরোধী অভিযান জোড়দার করতে দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র এ এসপি নাজরান রউফ, ওসি (তদন্ত) আলমাস আলী, এসআই প্রদীপ কুমার, রকিব হোসেন, সোলায়মান আলী প্রমূখ। পরে তিনি সান্তাহার পুলিশ ফাঁড়ি পরিদর্শনে যান।