মোঃ জহুরুল ইসলাম সৈকত মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় পশুর হাটে স্বাস্থ্যবিধি
মানলেও ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় ছিলো পুরো হাট মিলে। পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে কেনাবেচা।
করোনা ভাইরাস সংক্রমণের জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেই বগুড়ার মহাস্থানে পশুর হাট বসলেও আজ বুধবার শুরু থেকেই এই হাটে স্বাস্থ্যবিধি ছিল অন্যরকম।
পশুর হাটেও দেখা যায় ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। হাট কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার নানা পদক্ষেপ নেওয়া হলেও কাউকে তা খুব একটা মেনে চলতে দেখা যায়নি।
আশেপাশের স্থানীয়রা জানান, দূরদূরান্ত থেকে ব্যাপারীরা মহাস্থান হাটে বিক্রির জন্য পশু নিয়ে আসে। স্থানীয় কৃষকরাও তাদের পালন করা পশু বিক্রির জন্য তোলেন হাটে। প্রতি হাটবারে পশুর হাট বসলেও পশুর সরবরাহ কম থাকে। পবিত্র ঈদুল আজহা সামনে থাকায় পশুর সরবরাহ বেড়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে হাটে প্রবেশ ও পশু কেনার জন্য হ্যান্ড মাইকে সতর্ক করা হচ্ছে। হাট ইজারাদারদের তরফ থেকেও হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান। হাটে যাতে গা ঘেঁষাঘেঁষি করে কোনো পশু রাখা না হয় এবং লোকজন জমায়েত হতে না পারে সেজন্য বাঁশের বেড়ার ব্যবস্থা করা করা হয়েছে।
হাটে স্বাস্থ্যবিধি বজায় রাখতে তদারকি করছেন স্থানীয় শিবগঞ্জ উপজেলা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ
শিবগঞ্জ ইউএনও উম্মে কুলসুম সম্পা বলেন, হাটে স্বাস্থ্যবিধি মানার জন্য সব রকম ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেউ তা অমান্য করলে জেল-জরিমানা করা হবে। তিনি আরও বলেন, হাটে যারা প্রবেশ করবেন তাদের ভালো করে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং মাস্ক পরতে হবে।
এদিকে উপজেলার পশুহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট বসানো হয়েছে । এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বুধবার উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান পশুর হাটে উপচে পড়া ভিড় দেখা যায়।
হাট কমিটির পক্ষ থেকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার নানা পদক্ষেপ নেওয়া হলেও তা তেমন কেউ মানছেনা। ফলে করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে বিষয়টি মারাত্মক ঝুঁকির সৃষ্টি করতে পারে। জানান এলাকা বাসী