বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়া জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা) দিক নিদের্শনায় গাবতলী থানার বাগবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক, মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল খালেক এবং ফোর্স সহ বৃহস্পতিবার (২০ই আগস্ট) রাত্রী ১২:৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচলাকালে গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া জেলার গাবতলী থানাধীন মহিষাবান পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক মোঃ কবির হোসেন (২৫), এর বসত ঘরে তিন জন ব্যাক্তি মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করিতেছে।
ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীগণ পুলিশের উপস্থিতি টের পেয়ে দূত আসামীগণ দৌড়ে পালানোর চেষ্টা করে, সে সময় আটক করেন মোঃ আতিকুল ইসলাম (২১), মোঃ সজিব মিয়া (২২),মোঃ হোসেন আলী (২১) এবং পলাতক আসামী মোঃ কবির হোসেন, (২৫), ঘটনাস্থল হইতে পালাইয়া যায়।
ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি করে আসামীদের কাছে থেকে (তিন) কেজি এবং পলাতক আসামী মোঃ কবির হোসেন এর ফেলে যাওয়া (দুই) কেজি সহ সর্ব মোট ০৫(পাঁচ) কেজি মাদ্রকদ্রব্য গাঁজা উদ্ধার করেন গাবতলী মডেল থানা পুলিশ, এ পূর্বক মামলা রুজু করা হয়।