মোঃ নুর ইসলাম জনি, বগুড়া প্রতিনিধিঃ-
বুধবার বিকালে বগুড়া সদরের গোকুল উনিয়নের চাঁদমুহা বন্দর কমিটি ও দোকান দার কর্তৃক আয়োজীত রাকিবুল ইসলাম রানা কর্তৃক বন্দরের মিজানুর রহমানের চায়ের দোকান ভাংচুর ও মারপিটের প্রতিবাদে মানব মানব বন্দন ও বিক্ষোভ মিছিল।
সদরের চাঁদমুহা বন্দরে চায়ের দোকানদার মিজানুর ও তার স্ত্রীকে মারপিট করে দোকান ভাংচুরের প্রতিবাদে বন্দরের কয়েকশত দোকানদার ও বন্দর কমিটির আয়োজনে মানব বন্দনে বক্তব্য রাখেন বন্দর কমিটির সভাপতি হারুনার রশিদ, সেক্রেটারী সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবিন আওয়ামীলীগ নেতা লৎফর রহমান টুকু, শাহজাহান আলী। ব্যবসায়ী বৃন্দ বলেন রাকিবুল ইসলাম রানা কর্তৃক একজন দরিদ্র ও ক্ষুদ্র চা ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারপিট করে দোকান ভা্ংচুর ও লুটপাট করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ঘটনার সাথে জড়িত রানা সহ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্ত ক্ষেপ কামনা করছি এবং বন্দরের সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা বিধানের দাবী জানাচ্ছি। রানা ও তার দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে তারা ঘোষনা দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব অধ্যাপক আব্দুল জোব্বার, ব্যবসায়ী, রেজাউল করিম,রবিউল ইসলাম চন্দন, আসাদ আলী, আঃ মোতালেব, আব্বাস আলী, আজিজুল হক, রফিকুল ইসলাম, মোকলেছার রহমান,আবু বক্কর,আঃ গাফ্ফার, সবুজ, কহিদুল, মাসুদ, নজরুল ইসলাম,ইব্রাহীম, বেলাল, আকরাম হোসেন, রুস্তম আলী, মোজাফ্ফর, বিকাশ চন্দ্র, মোরশেদ, মঞ্জু, রকি জাহিদুল সহ চাঁদমুহা বন্দরের সকল ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। মানব বন্দন শেষে রানাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।