মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জ উপজেলায় পীরব ইউনিয়ন জানগ্রাম গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ রেজি নং ৮৫২ এর কার্যালয়ে মাধ্যমে গৃহ নিমাণ শ্রমিক পরিষদ এর সদস্য মৃত নুরুল মিস্তিরি পরিবারে মাঝে নগদ ৭ হাজার টাকা প্রধান করেন জানগ্রাম গৃহ নিমান শ্রমিক পরিষদ । মৃত নুরুল মিস্তি শিবগঞ্জ উপজেলায় পীরব ইউনিয়ন বকঠোঁটা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। নুরুল মিস্তির মৃত্যুতে সকল সদস্যবৃন্দ ও এলাকার লোকজন শোকাহিত। এসময় উপস্থিত ছিলেন জানগ্রাম গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ এর সভাপতি মোঃ আব্দুর রশিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ সকল সদস্য বিন্দু। পরিশেষে সংগঠনের সভাপতি আব্দুর রশীদ বলেন শুধু আমাদের জানগ্রাম গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ থেকে নয়। আমাদের প্রতিষ্ঠানের যে কনো সদস্য বিন্দু যদি বিপদের সম্মুখীন হয়। তা হলে আমরা সকলে মিলে নিজ তহবিল থেকে সার্বিক ও আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লা।