বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় জেলা গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন এর নেতৃত্বে র্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল অভিযান চালিয়ে প্রতারনামূলক কাজের অপরাধে চার জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৫লাখ টাকা, কম্পিউটার সিপিও জব্দ করা হয়েছে। উপজেলার চামরুল ইউনিয়নের পোথাট্টি বাজারে অবস্থিত এনজেড রবো ট্রেড লিঃ কার্যালয় হতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন উপজেলার ছোট কোল গ্রামের আবু সাঈদের ছেলে রুহুল আমিন বিকাশ, কোল সরব্দীপুরের মোস্তফা হোসেনের ছেলে ইসমাইল হোসেন ফিরোজ, পোথাট্টি বাজার এলাকার তৈয়ব মীরের ছেলে মাইনুল ইসলাম ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে মাসুদ রানা। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর আনোয়ার হোসেন সহ জেলা গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা ও র্যাবের সদস্যগণ।