মোঃ জহুরুল ইসলাম সৈকত বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় ন্যায্যমূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির উদ্বোধন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। রবিবার বেলা ১১টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষিধের ফলে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য ওএমএসের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আখতার বানু, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, খাদ্য পরির্দশক আশরাফুল ইসলাম আরেফিন প্রমুখ।
পৌরসভার কলেজমাঠ, পুরাতন বাজার ও ওমরপুর হাটে প্রতিদিন ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা বিক্রি করা হবে।