মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
রবিবার সকাল ১০ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রুপালী ব্যাংক মহাস্থান শাখার নতুন ভবন এর উদ্বোধন করা হয়।
পুন্ড্রবর্ধন নগরী হিসেবে খ্যাত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী ঐতিহাসিা মহাস্থান গড়। এ অঞ্চলের মানুষের যুগোপ যোগী ও আধুনিক ব্যাংকিং সুযোগ সুবিধা এবং উন্নত কর্ম পরিবেশের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে রুপালী ব্যাংক লিঃ মহাস্থান শাখা শিবগঞ্জ রোড আজাদ ম্যানসনে স্থানান্তর করে শুভ উদ্বোধন করা হয়।
উপ- মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বগুড়ার প্রকাশ কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভিডিও ভার্চুয়ালীর মাধ্যমে বক্তব্য রাখেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, রুপালী ব্যাংক লিঃ। রুপালী ব্যাংক মহাস্থান শাখার ম্যানেজার আহসানুল কবির (পিও) এর সার্বিক ব্যবস্থাপনায় ও জোনাল অফিসার আশা বিশ্বাসের পরিচালনায় অন্যানের মাধ্যমে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, ফজলুর হক বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আমিনুল ইসলাম,আশরাফ আলী, আঃ রউফ, ডাঃ রেজাউল করিম, পলাশ , জোনাল অফিসের আল আমিন (এস পিও), সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম। ( এসপিও), শাফিউল বারী( এসও), মহাস্থান শাখার অফিসার আজাদ হোসেন (এসও), জাহিদ সুলতান ( পিও), আবু বক্কর সিদ্দিক, শাহানুর আলম, গোলাম হায়দার প্রমূখ। দোয়া পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের খতিব হাফেজ মাওঃ এমদাদুল হক।
Leave a Reply