মোঃ জহুরুল ইসলাম সৈকত, মহাস্থান, বগুড়াঃ-
সারাদেশে লকডাউনের আজ ৫ম দিন সোমবার (৫ই জুলাই) দুপুর সাড়ে ১২টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্টান্ডে বিসমিল্লাহ্ ইলেকট্রনিকস এর দোকানে ভ্রাম্যমান আদালতের ২০০০/= হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেন। লকডাউনের নিয়ম-কানুন না মানায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এই সলক জরিমানা আদায় করা হয়।
প্রতিদিনের মতো সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা। সঙ্গীয় ফোর্স সেনাবাহিনী ও বিজিবি, আনসার বাহিনীর টহল চলছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলায় লকডাউন বাস্তবায়নে সরকারের যারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডবিধির ২৬৯ ধারায় ১ টি মামলা করা হয়, এবং এতে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ব্যাটারী চালিত রিক্সা ও ভ্যান চলাচল যেন রোডে না করতে পারে সে জন্য এলাকার বিভিন্ন পয়েন্টের গ্যারেজ গুলোতে ৫ /৬ টি চার্জার সংযোগ দেখা গেলে সেগুলো গ্যারেজের সংযোগ বিছিন্ন করা হয়।
ইউএনও উম্মে কুলসুম সম্পা বলেন,শিবগঞ্জ মানুষের জানমাল রক্ষার্থে এবং চলমান লকডাউনের বিধি মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে।