বগুড়ার মহাস্থানে লকডাউন কর্মসুচি বাস্তবায়নে পুলিশি কার্যক্রম
মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বুধবার (১৪ই এপ্রিল) বগুড়ার মহাস্থানে লকডাউন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। বিভিন্ন বন্দর ও বাজারে পুলিশি কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
করোনাভাইরাস কোভিড ১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি পালনে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/ চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা ও প্রশাসন।
সরকার ঘোষিত ২য় দফার লকডাউন শুরু হলো আজ থেকে, আজ পহেলা বৈশাখ ও পবিত্র মাহে রমজানের প্রথম দিন, এবং লকডাউন। সকাল থেকে মানুষজন কোন কাজ ছাড়া বের হতে দেখা যায় নাই। সকাল ১০ টার সময় মহাস্থান বাজারে লোকজন কিছু দেখা যায়। তাদের কে কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণে সচেতনতা অবলম্বন করে মাস্ক পরে বাজারে আসতে দেখা যায়।
বিকাল ৪টার সময় উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় হ্যান্ডমাইক হাতে মানুষকে সচেতন করা হয়।
মহাস্থানের বিভিন্ন স্থানে (বাজার, বাসস্ট্যান্ড, রেস্টুরেন্ট, মোড়/পয়েন্টে) সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয় ও মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার ঘোষিত এ ৭ দিনের লকডাউন চলছে, যদি প্রশাসনিক এ্যাকশনে না গিয়ে আমরা সবাই কে সচেতন করছি।তবে আগামিকাল থেকে কেউ নিয়ম না মানলে সব ধরনের প্রশাসনিক ব্যবস্হা নেওয়া হবে।