মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার (৩০শে আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকায় অবস্থিত জাকির ট্রেডার্সের গোডাউনে অবৈধভাবে ৭শত ৪০ বস্তা রাসায়নিক সার মজুদ রাখায় নগদ ৩০,০০০/- (তিরিশ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সারাদেশে এক শ্রেণীর অসাধু সার ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে বাড়তি দামে বিক্রি করছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্কা (ইউএনও) উন্মে কুলসুম সম্পা। এসময় সার ব্যবসায়ী ফরহাদ উদ্দিনের গোডাউনে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৭ শত ৪০ বস্তা সার জব্দ করা হয়। । যার মধ্যে টিএসপি ৪০০ বস্তা,ডিএপি ৩০০ বস্তা পটাশ ৪০ বস্তা। অবৈধভাবে সার মজুদের দায়ে জাকির ট্রেডার্সের ফরহাদ উদ্দিন এর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, সার ব্যবসায়ী ফরহাদের কোন ডিলার কিংবা মজুদ রাখার লাইসেন্স নেই। সে অন্যান্য ডিলারদের কাছ থেকে অন্য উপায়ে সার কিনে এনে বেশি দামে বিক্রি করে।
এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মোজাহিদ সরকার ও শিবগঞ্জ থানার এসআই স্বপন মিয়া সহ পুলিশের একটি টিম।
ইউএনও উম্মে কুলসুম সম্পা পরে অবৈধভাবে সার মজুদ করায় সার ব্যবস্থাপনা ২০০৬ আইনের ১২ ধারায় ব্যবসায়ী ফরহাদকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ও মজুদ কতৃক সার সরকারি দামে বিক্রি করার আদেশ দেন।
ইউএনও আরও বলেন, অবৈধভাবে সার মজুদ করে বাজার কৃত্রিম সংকট তৈরি করলে জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply