মোঃ জহুরুল ইসলাম সৈকত মহাস্থান , বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার মহাস্থান কুরবানির হাটে জনৈক এক গরু ক্রেতার প্যান্টের পকেট কেটে ১০ হাজার টাকা নেয়ার অভিযোগে হিরা (৩০) নামে একজনকে গণধোলাই দেন হাটের জন সাধারণ মানুষ। পরে শিবগঞ্জ থানা পুলিশ এসে তাকে আটক করে । বুধবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
জৈনিক সে যেন এক সাহেব সেজে প্যান্ট, শার্ট পরে সুন্দর একটি সাইড ব্যাগ নিয়ে ভদ্রবেশে মাস্ক বিক্রি করার অভিনয় করে হাটের ভিতর ভীড়ের মধ্যে হিরা পকেট কেটে নেয় বলে জানা যায়।
ঘটনাস্তলে শিবগঞ্জ থানা পুলিশের এস আই বিরঙ্গ এসে তাকে আটক হিরাকে থানায় নিয়ে যান। আটক হিরা কাটনারপাড়া কালের লেদ এলাকার খোকন মিয়া এবং কিরন এর পুত্র বলে নিজের পরিচয় দিয়েছে। তবে অনেকেই বলেছেন যে সে শহরের উত্তর চেলোপাড়ায় তার বাড়ি হতে পারে।
Leave a Reply