বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ঐতিহাসিক মহাস্থান বর্ণিক সমিতির দ্বিতীয় তলায় মহাস্থান প্রেসক্লাব কার্যালয়ে সোমবার ৭ফ্রেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস (বিপিএম) এর মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটুর সভাপতিত্বে,
মতবিনিময় সভায় শিবগঞ্জ থানার নবাগত (ওসি) দীপক কুমার দাস (বিপিএম) শিবগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি বলেন,
পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন।
সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক।শিবগঞ্জ থানা এলাকার সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত
করেন নবাগত ওসি। পাশাপাশি হলুদ সাংবাদিকদের রুখতে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, এসআই বিরঙ্গ, মহাস্থানের বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুর ইসলাম, সিরাজুল ইসলাম, আতিকুর রহমান সজীব, মহাস্থান প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম সাজু, সাধারন সম্পাদক এস আই সুমন, যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সোহাগ মাহবুব, কার্যনির্বাহী সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, ইকবাল হোসেন, সাধারন সদস্য, আমিনুল ইসলাম, আব্দুল বারী, তাহেরা জামান লিপি, আব্দুর রহিম, আব্দুল হান্নান টগর সাফিউল ইসলাম শাকিল প্রমূখ।