মোঃ জহুরুল ইসলাম সৈকত শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি'ঃ-
বগুড়ার শিবগঞ্জের পীরব এক কৃষকের বসত বাড়িতে খড়ের পালায় আগুন: অতঃপর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরব ইউনিয়নের বকঠোটা গ্রামের কৃষক মোঃ আঃ খালেকের ছেলে
মোঃ মোছাদ্দেকুল ইসলাম মিন্টু (৩৬)এর সঙ্গে একই গ্রামের
মৃত আলম তালুকদার ছেলে মোঃ সাজু ইসলাম গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছে। এর জের ধরে (২৬ জুলাই ২০২১ইং) অনুমান সকাল ৪ টায় (১) সাজু ইসলাম (২৮), পিতা- মৃত আলম তালুকদার,(২) একতিয়ার উদ্দিন পিয়াস(২৬),পিতা- মোঃরফিকুল ইসলাম বারি তালুকদার,(৩) আলী আজম (২৫),পিতা- মোঃবুলু তালুকদার,(৪) নুরুজ্জামান ইসলাম(২০), পিতা- মোঃরাউফুল ইসলাম, (৫) ইমদাদুল ইসলাম(১৮), পিতা- আজমল মন্ডল সকলে একটি সংঘবদ্ধ দল অতর্কিতভাবে ওই বাড়ীতে একটি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে কৃষক মোছাদ্দেকুল ইসলাম (মিন্টু) জানান, প্রতিপক্ষরা হঠাৎ করে আমার বসত বাড়িতে ভোর রাতে আমার খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে ৪০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে। তিনি আরও বলেন ইতিপূর্বে প্রতিপক্ষরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে আমি অস্বীকার করলে। ঠিক তার ২ দিন পর আমার লিজ নেওয়া পুকুরের প্রায় ২দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা আছে। তার কয়েক মাস পর। রাস্তায় আমাকে একা পেয়ে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে, শটের পকেট থেকে মাছের খাদ্য নেওয়ার ৭৫,০০০/- হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। মোঃ সাজু ইসলাম (২৮) ও মোঃ একতিয়ার উদ্দিন পিয়াস (২৬)। এই ঘটনাটি জানতে পেরে বাড়ি হইতে ঘটনাস্হলে আসার পথে বিবাদীগন মোছাদ্দেকুর ইসলাম মিন্টুর (মা) কে, রাস্তায় একা পেয়ে, সাজু, পিয়াস ও মোছাঃ বেবী বেগম (৫০) এলোপাতাড়ি মারধর করতে থাকে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই স্বপন মিয়া
সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।