মোঃ জহুরুল ইসলাম সৈকত শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
খাদিজা বেগম ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে মোকামতলা-জয়পুরহাট সড়কে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের রথবাড়ি এলাকার একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২২-৮২৪২) আটক করে পুলিশ। তদন্তে জানতে পারে সেই ট্রাকটির মালিক খাদিজা বেগম। খাদিজার স্বামী ইয়াসিন সেই ট্রাক দিয়ে চালক ও হেলপারকে সঙ্গে নিয়ে গরু চুরি করে বেড়াতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাদিজাকে গ্রেফতার করে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খাদিজার স্বামী ইয়াছিন এলাকার নাম করা গরু চোর। স্ত্রীর ট্রাক নিয়ে সে নিয়মিত গরু চুরি করতো। খাদিজাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, কুখ্যাত গরু চোর ইয়াছিন ও আটকৃত নারী গরু চোর খাদিজা বেগম তার স্বামীর সঙ্গে রাতে ছদ্দ বেশে পুরুষের বেশ ধারণ করে প্রতিনিয়তই গরু চুরি করতো।