মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর আর্থিক সহায়তায় যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ২০দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্তে অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রাজিয়া শামস্। উপজেলা তথ্য ও যোগাযোগ পযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান,প্রশিক্ষানিথী রবিউল ইসলাম, কাজলী আক্তার সহ অনেকে।