বগুড়ার শিবগঞ্জে নবাগত ইউএনও স্বপ্না`কে অকথ্য কথায় গালিগালাজ আটক ২
শিবগঞ্জ বগুড়া) প্রতিনিধিঃ-
মোঃ জহুরুল ইসলাম সৈকত
বগুড়ার শিবগঞ্জে সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বপ্নাকে উর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে অকথ্য অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগে রাতেই ২ বখাটে ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন, উপজেলার বিহার বন্দরের জাহিদুল ইসলামের পুত্র আব্দুর রহিম অরফে (রবিন) (৩৮) ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত অছিম উদ্দিনের পুত্র আব্দুর রহমান (৪০)।
বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম স্বপ্নার সাথে কথা বললে তিনি জানান,
সোমবার বিকালে নতুন কর্মস্থল শিবগঞ্জে যোগদান করি। সারাদিন জার্নি করে কিছুটা অস্বস্তিবোধ করছিলাম এরই মধ্যে রাত সোয়া ১০টার দিকে সরকারি নাম্বারে একটি কল আসে।
ফোনটি রিসিভ করতেই আজেবাজে কথা বলা শুরু করে। আমি বলি কে আপনি আমি নতুন অফিসার এভাবে বলছেন কেন?! এসময় ওই ব্যক্তি বলে আমার কাজ করে দিতে হবে, আমি আপনাকে চাকরি দিয়েছি। নিজেকে উর্দ্ধতন কর্মকর্তা দাবি করে অনেক অশালানী অকথ্য ভাষা এমনি হুমিও প্রদান করেন।
এরপর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলামকে বিষয়টি অবগত করলে, ওসি নাম্বরটি প্রযুক্তির মাধ্যমে তাঁদের অবস্থান নিশ্চিত করে নাম্বার শনাক্তের সূত্র ধরে রাত ১১টায় অভিযান চালিয়ে মহাস্থান হযরত শাহ সুলতানের মাজার গেট থেকে তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম জানায়, তার প্রতিবেশী দুলাভাই আব্দুর রহমানের মোবাইল ফোন ব্যবহার করে ইউএনওকে অশালীন ভাষায় গাজিগালাজ করেন। এবিষয়ে শিবগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ইউএনও স্যারকে ফোনে গালিগালাজ ও হুমকিদাতা ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।