মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর অভিষেক অনুষ্ঠানে উত্তরীয় ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিউটী পার্ক এ্যান্ড রিসোর্টে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের শিবগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সংগঠনের উপদেষ্টা ফিরোজ আহমেদ রিজু।
শিবগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার রবিউল ইসলাম রবি'র সঞ্চালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ) চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, বিউটী পার্ক এ্যান্ড রিসোর্টের পরিচালক বিউটী বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুজিয়া কনফিডেন্সে পাবলিক স্কুলের পরিচালক শাহিনূর ইসলাম শাহিন, বগুড়া নিরাপদ সড়ক চাই এর সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমান ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কার্য নির্বাহী সদস্য মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আল এমরান, সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুর ইসলাম, অর্থ সম্পাদক মাস্টার সোহাগ আলী, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, কার্য নির্বাহী সদস্য ইমরান নাজির, জহুরুল ইসলাম, শাহ্ কামাল তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও মহাস্থান প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সাধারণ সম্পাদক এসআই সুমন, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, মাইনুল ইসলাম রকেট, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু। গোলজার রহমান, শিবগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, প্রকাশনা সম্পাদক ইমরানুল হক, যুব বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, কার্য নির্বাহী সদস্য সামছুল ইসলাম, রায়হান আলী, বাকি বিল্লাহ্, রেজাউল করিম, রাব্বি হাসান সুমন, আব্দুর রহিম, ছাইদুল ইসলাম, আতিকুর রহমান, দুলাল, আসাদুল্লাহ, রবিউল ইসলাম, সেলিম হোসেন, ছামসুর রহমান, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, সজিব, তৌহিদ হাসান, মোফাজ্জল হোসেন, তাহেরা জামান লিপি, শাকিল, আতিকুর রহমান, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সংগঠনের কার্য নির্বাহী সদস্য আটমূল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ইমরান নাজির, জহুরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল অতিথি এবং সদস্যদের উত্তরীয় ও পরিচয় পত্র প্রদান করা হয়। পরে সকল উপদেষ্টা ও সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।