মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস, (কোভিড-১৯) সংক্রমণ ঊর্ধ্বেগতি বৃদ্ধি, করোনা নামক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছে সমগ্র পৃথিবী। তারই প্রাদূভাব বিস্তারিত হয়েছে সারা বাংলাদেশে এর ব্যাপক বিস্তার রোধে সর্বাত্মক কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দিতে সরকারের অন্যতম উদ্যোগ হলো '৩৩৩ সার্ভিস'। যার মাধ্যমে আজ রবিবার (০৪ই জুলাই ,) শিবগঞ্জ সদর উপজেলার ৫০ টি দারিদ্র্যপীড়িত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের সরকারি ৩৩৩ নং ফোন দিয়ে খাদ্য সহায়তা চাওয়া মানুষের মাঝে যাচায় বাচাই করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।
শিবগঞ্জ পৌর মেয়র জনাব তৌহিদুর রহমান মানিক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব রিজ্জাকুল ইসলাম রাজু ও বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈদুল ইসলাম, ও রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি ও প্রকল্প অফিসার প্রমুখ।