মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। শনিবার (৭ই আগস্ট) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত দেশব্যাপী সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে করোনা ভাইরাস প্রতিরোধে (কোভিড-১৯) ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার অস্থায়ী ক্যাম্পে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়। গণটিকা কর্যক্রম চলাকালিন সময়ে উপজেলার ১২ টি ইউনিয়নের টিকা ক্যাম্পগুলো পরিদর্শন ও তদারকি করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
এ সময় তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত ও নিরাপদ থাকার লক্ষে সরকারী নির্দেশ অনুযায়ী সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান। তিনি বলেন, টিকা নিয়ে নিজে নিরাপদ থাকুন, পরিবার সহ অপরকে নিরাপদ রাখুন।
এসময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ডু উপস্থিত ছিলেন।
উপজেলার ১২ টি ইউনিয়নে টিকা কেন্দ্রে গুলোতে লোকজন দলে দলে টিকা নেওয়ার জন্য এসে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায়।