বগুড়া জেলা প্রতিনিধিঃ
শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রহমতবালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে জাহের প্রামানিক (৪০)। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন। আহতরা হলেন, মৃত জাহেরের ভাই তাহের প্রামানিক (৩৫) ও বাদল প্রামানিক (৫৫) ও ইসলাম প্রামানিক (১৯)। আহত ইসলাম বাদল প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাহের প্রামানিকের পরিবারের সাথে লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূর আমিনের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে শুক্রবার সকালে এলাকায় সালিশ বসে। এক পর্যায়ে উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়ায়। ওই সময় আওয়ামী লীগ নেতার ছেলে সজিব হুটকরে ছুরি হাতে অতর্কিত আক্রমণ করে। এতে ঘটনাস্থলে জাহের প্রামানিক নিহত হয়। তার দুই ভাই ও ভাতিজা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এ ভর্তি করান। এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। জড়িত সকলকে গ্রেফতারে অভিযান চলছে।