বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদকবিরোধী অভিযানে ৩০(ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৪/০১/২২) রাত্রি আনুমানিক সাড়ে ১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ১৫ নং ওয়ার্ডের বড়কুমিড়া গ্রামের পরিত্যক্ত বিএড কলেজ সংলগ্ন বাগানবাড়ী মোড় নামক স্থানে অভিযান চালায়। এসময় তারা একজন মাদক ব্যবসায়ীকে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আক্কাছ রহমান (২৩)। আক্কাছ এরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিকারপুর পূর্বপাড়া (কসাইপাড়া) গ্রামের বাবলু মিয়া'র পুত্র বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে গোপনে ট্রাক ড্রাইভার পেশার আড়ালে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানা যায়। সে গাড়ী চালানোর আড়ালে ফেন্সিডিল আনতো এবং তার সহযোগীরা বিভিন্ন কৌশলে তা বিক্রি করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদক আইমে মামলা দায়ের পূর্বক আজ (২৫-০১-২২) মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করা হয়েছে । ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, "সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে"।