মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিরঃ
শনিবার (০৭ই আগস্ট) বিকাল ৪টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বগুড়ার নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা।
নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সাংবাদিকদের বলেন যে, সমাজের নানা অপরাধ আপনারা তুলে ধরেন। বগুড়ার সকল অপরাধ নিয়ন্ত্রণ সহ মাদক সমূলে নির্মূল করা হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করবে পুলিশ। সাংবাদিকদের সহযোগিতায় নিরাপদ বগুড়া গড়ে তুলতে চাই।
মতবিনিময় সভায় জেলার নবাগত পুলিশ সুপারের পাশাপাশি বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন সহ গণমাধ্যমকর্মীরা নানান বিষয়ে মতামত প্রকাশ করেন।
ওই সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী(অপরাধ),আব্দুর রশিদ (ডিএসবি),মোতাহার হোসেন (সদর), হেলেনা আক্তার, (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ সহ প্রমূখ পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত ১১ জুলাই বগুড়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে সুদীপ কুমার চক্রবর্ত্তীকে পদায়ন করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
এছাড়া সদ্য বিদায়ী পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাকে বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসাবে বদলী করা হয়।