মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জুুুুলাই) ২১.১০ ঘটিকার সময় বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী মোড় সংলগ্ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ১। মোঃ জুয়েল প্রামানিক (২৮), পিতা-মৃত ফরিদ প্রামানিক, সাং- মালগ্রাম (নতুনপাড়া), ২। মোঃ সরণ মন্ডল (২৫), পিতা-মৃত বাদশা মন্ডল, সাং-মালগ্রাম (চাপরপাড়া), ৩। মোঃ তুষার মিয়া (২৪), পিতা-মোঃ রানা মিয়া, সাং-দক্ষিণ গুদারপাড়া, ৪। মোঃ ইমদাদুল সরকার (২৯), পিতা-মোঃ জহুরুল ইসলাম, সাং-মালগ্রাম (নতুনপাড়া), সর্ব থানা ও জেলা-বগুড়া, ৫। মোঃ মোকছেদুল ইসলাম (১৯), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-সাবরুল (বড়মন্ডলপাড়া), ৬। মোঃ রফিকুল শেখ শুভ (২৫), পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-কইগাড়ি (পূর্বপাড়া), সর্ব থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, ৭। মোঃ রজব আলী ভূইয়া (৩২), পিতা-মৃত খলিলুর রহমান ভূইয়া, সাং-ধানকান্দি, থানা ও জেলা-সিরাজগঞ্জ এবং ৮। মোঃ পিয়াস (২৫), পিতা-মৃত বুলু মিয়া, সাং-কইগাড়ি (পূর্বপাড়া), থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদের‘কে মোট=০৬ বোতল দেশীয়মদ, ০২ ক্যান বিয়ার, ০৭ টি মোবাইল, ১০ টি সীমকার্ড এবং নগদ ১৭০০/- টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ বলেন, এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Leave a Reply