বগুড়া জেলা প্রতিনিধিঃ-
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচারের নিমিত্তে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর সিপিএসসি, বগুড়া ক্যাম্প তার গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, বগুড়া সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার ডায়গনস্টিক সেন্টারে বগুড়া অঞ্চলের জনগণ উন্নত চিকিৎসার জন্য এসে থাকে।
এখানে এক শ্রেনীর দালাল চক্র হাসপাতালের ভিতরে ও বাহিরে ওৎ পেতে থাকে যেন তারা নিরীহ মানুষকে প্রতারিক করতে পারে। তারা রোগীদের অতিরিক্ত টেষ্ট ও বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়াসহ প্রতারিত করে এবং দালালি করে সরকারি হাসপাতালে সেবা গ্রহণ থেকে বিরত রাখে এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তাদেরকে নিয়ে যায়।
এ তথ্যের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের আভিযানিক দল অদ্য রবিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ ঘটিকা হতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রিপন বিশ্বাস। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দন্ড বিধি ১৮৮ ধারা ভংগের অপরাধে মোঃ মইনুল ইসলাম (২১), পিতা-মৃত আইনুল কসাই, সাং-মালগ্রাম, থানা ও জেলা-বগুড়া, মোঃ দুলু মিয়া (৩০), পিতা-মৃত জয়নাল, সাং-ডোবা, থানা-গাবতলী, জেলা-বগুড়া, মোঃ অনুরাগ (৩৮), পিতা-মৃত নন্দনাল, সাং-নামজগড়, থানা ও জেলা-বগুড়া, আরিফুল ইসলাম (২২), পিতা-আফতাব হোসেন, সাং-কাজলগেইট, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, মোঃ বাপ্পি শেখ (২২), পিতা-বেলাল শেখ, সাং-দুপচাচিয়া, থানা-দুপচাচিয়া, ঝেলা-বগুড়া, মোঃ সাকিব হোসেন (২০), পিতা-এনমুল হক, সাং-চারগুইরপূর্ব পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া,মোঃ মাসুম বিল্লা (২২), পিতা-মৃত গুধা মন্ডল, সাং:দিগদাইড়, থানা-সোনাতালা, জেলা-বগুড়া,মোঃ মিল্লাত হোসেন (২৫), পিতা-মোঃ মোতাজ্জেল হোসেন, সাং-ফুলদিঘী, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫), পিতা-মৃত মফিজ উদ্দিন, সাং- মোল্লাপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া,শ্রী সনিচন্দ্র (৩৮), পিতা-মৃত জয়দেব চন্দ্র রায়, সাং-ধনিয়া, থানা ও জেলা-বগুড়া, মোঃ জাহিদ (৫২), পিতা-মৃত বুলু, সাং-চাদমা সবলপুর, থানা ও জেলা-বগুড়া, মোঃ ফজল (৪৮), পিতা-মৃত বালু প্রামানিক, সাং-উনুচুয়াক, থানা-গাবতলী, জেলা-বগুড়া, মোঃ সফিকুল ইসলাম (৪০), পিতা-আঃ কাদের, সাং-তেলীহাট, থানা-গাবতলী, জেলা-বগুড়াদের প্রত্যেককে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ নুর হোসেন (৬০), পিতা-মৃত তোজাম্মেল হোসেন, সাং:কর্নপুর, থানা ও জেলা-বগুড়া এবং মোঃ রবিউল ইসলাম (২৩), পিতা-মোঃ হেলাল, সাং-রানিরহাট, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ অভিযানের ফলে সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে দালালের উগ্রদ্রব কমে যাবে এবং জনগন নির্বিগ্নে সরকারী হাসপাতালে উন্নত মানের সেবা পাবে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের এ ধরনের অপরাধ বিরোধী ভ্রাম্যমান আদালত কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।