মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের সরিফ বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার রাত দশটায় শহরের বড়গোলা টিনপট্টি এলাকায় ওই ফ্যাক্টরী থেকে এসব জব্দ দেখায় র্যাব।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এ অভিযান শুরু করা হয়। এ সময় সরিফ বিড়ি প্রতিষ্ঠানের দুজন ম্যানেজারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, আব্দুল ওহাব ও খলিলুর রহমান।
অভিযান শেষে রাত সাড়ে ১০ টার দিকে এক ব্রিফিংয়ে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন।
এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজস্ব ফাঁকি দিয়ে এই বিড়ি ফ্যাক্টরীতে অনেকগুলো নকল ব্যান্ডরোল মজুদ ও ব্যবহার করা হচ্ছে। এর ভিত্তিতে আমরা ফ্যাক্টরী এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আসি। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে কর্তৃপক্ষ আধা ঘণ্টা ফ্যাক্টরীর মধ্যে ঢুকতে দেয়নি। পরে ফ্যাকটরীর মধ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে।
‘এ সময় প্রতিষ্ঠানের দুজন ম্যানেজারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে কর্মকর্তাদের আটক করা হয়েছে। কিন্তু এর সাথে জড়িত মূল হোতাকে আটক করা যায়নি কিন্তু তাকে আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, প্রথম যে আধাঘণ্টা আমাদেরকে ফ্যাক্টরীতে ঢুকতে দেওয়া হয়নি ওই সময়ে তারা আরও নকল ব্যান্ডরোল সরিয়ে ফেলেছে।