বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগে ০২ জন ও মাদক ক্রায়- বিক্রয়ের অভিযোগ এক জনসহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ওই ৩ জনকে আদালতে পাঠানো হয়।
থানা সূত্রে জানা যায়, বগুড়ার নন্দগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর মেয়ে ৬ষ্ঠ শ্রেণী স্কুল পড়ুয়া ছাত্রী গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে তাঁর নানার নাড়িতে যাওয়ার পথে একই উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের মোঃ মনছের আলী মাস্টারের ছেলে মোঃ আরমান হোসেন(২২) ও কুন্দরহাটের মোঃ হাফিজার রহমানের ছেলে মোঃ টুকু মিয়া ওই শিক্ষার্থীকে রাস্তা হতে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। বিষয়টি পরিবারের সদস্যরা জানা পর মেয়েটির বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরমান ও টুকুর বিরুদ্ধে একটা অপহরণ মামলা করেন।
শুক্রবার দিবাগর রাত সাড়ে ১০টার সময় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম শাজাহানপুর উপজেলাধীন কালুজাম গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারসহ আরমান ও টুকুকে গ্রেফতার করেন।
অপর দিকে একই দিনে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহরে ৩০ গ্রাম গাজাঁসহ নুন্দইল গ্রামের আকন্দপাড়ার আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে মোঃতুহিন আকন্দ(২৫) কে গ্রফতার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি নিশ্চিত করে জানান, অপহরণের অভিযোগে দুই জন ও মাদক কেনাবেচার দায়ে একজন সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই তিনজন আসামীকে আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।