মোঃ জহুরুল ইসলাম সৈকত বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ২৬৮ বোতল বিষাক্ত মদ রেক্টিফাইড স্পিরিট সহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাত আনুমানিক ১০ টার সময় র্যাব-১২ বগুড়া ক্যাম্প আদমদিঘী উপজেলার কুন্দুকগ্রাম ইউনিয়নের হাটখোলা বাজার থেকে তাদের গ্রেফতার করেন৷
গ্রেফতারকৃতরা হলেন ওই ইউনিয়নের চেচুয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী (৪০) ও চাঁপাপুর ইউনিয়নের মৃত হোসেন আলী আকন্দের ছেলে আলম আলী আকন্দ (৩০)।
র্যাব-১২ বগুড়া তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে আদমদীঘি উপজেলার কুন্দুকগ্রাম হাটখোলা বাজার এলাকায় অবৈধভাবে বিষাক্ত মদ রেক্টিফাইড স্পিরিট (যাতে ৯০% এ্যালকোহল রয়েছে) মাদকদ্রব্য হিসেবে এলাকার নেশাগ্রস্থ মানুষের কাছে বিক্রি হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তারা দুজনকে ২৬৮ বোতল বিষাক্ত মদ রেক্টিফাইড স্পিরিট যা ৮.৪ লিটার সহ গ্রেফতার করেন। র্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য হিসেবে রেক্টিফাইড স্পিরিট বিক্রয় করে আসার কথা স্বীকার করেছে। যা প্রচন্ড নেশার সৃষ্টি করে। প্রতি বোতল ৩০০ টাকা দামে ওয়াহেদ মিয়া গোপনে মাদক সেবীদের কাছে বিক্রি করতেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েক মাস আগে বগুড়ায় ও গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জে বিষাক্ত এ মদ পানে মানুষ মারা গিয়েছে। এরপর থেকে আমরা জেলার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারী শুরু করি এবং আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদমদিঘী থানাতে হস্তান্তর করা হয়েছে।